১০ - ১৬ তম বিসিএস বাংলা

Questions: 141
Given Test: 9
Views: 86
Comments: 9

Note: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’ একটি উপন্যাস।

Note: ‘কবর’ নাটকটি মনির চৌধুরী রচিত। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এটি লেখা হয়।

Note: ‘নির্মরাজ’ শব্দে ফারসি উপসর্গ ব্যবহৃত হয়েছে।

Note: রবীন্দ্রনাথ ঠাকুর টি. এস. এলিয়ট-এর ‘The Journey of the Magi’ কবিতাটি বাংলায় অনুবাদ করেন।

Note: ‘অনাথা’ শব্দটি ‘অনাথ’ শব্দের স্ত্রীলিঙ্গ রূপ।

Note: ‘সূর্য’-এর প্রতিশব্দ আদিত্য। আরও প্রতিশব্দ: দিবাকর, রবি, প্রভাকর, মিহির ইত্যাদি।

Note: প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম ‘বরিশাল’।

Note: এই উক্তিটি উইলিয়াম ইউয়ার্ট গ্ল্যাডস্টোন-এর বলে ধরা হয়।

Note: ‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ ‘প্রত্যয়’।

Note: ‘অবরোধবাসিনী’ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত।

Note: রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ বলেছেন।

Note: ‘বিরাগ সাধন মুক্তি সে আমার নয়।’ — রবীন্দ্রনাথ ঠাকুর।

Note: ৮ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়।

Note: ‘অধচন্দ্র’ বাগধারার অর্থ — ‘গলাধঃকরণ দেওয়া’।

Note: ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন ভাষাতত্ত্ববিদ, গবেষক ও চিন্তাবিদ।

Note: ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ — রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচনা।

Note: ‘নির্মরাজ’ শব্দে ফারসি উপসর্গ ব্যবহৃত হয়েছে।

Note: নিয়ত বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়।

Note: ‘পাঠক’ শব্দে ‘পাঠ’ ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে।

Note: ‘যা বলা হয়নি’ — এর এককথা ‘অনুক্ত’।

Note: ‘রুই-কাতলা’ ও ‘কেউ-কেটা’ উভয়ই বড় ব্যক্তিকে বোঝায়।

Note: ‘ইউসুফ-জুলেখা’ বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবির কাব্য।

Note: ‘বীরাঙ্গনা’ একটি পত্রকাব্য।

Note: সঠিক বানান ‘পাষাণ’। অর্থ—নির্মম, দয়াহীন।

Note: গানের রচয়িতা অতুল প্রসাদ সেন।

Note: ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসে রোহিনী নায়িকা।

Note: ‘রূপসী বাংলা’-এর কবি জীবনানন্দ দাশ।

Note: শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি।

Note: দ্বাভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্যকে বটতলার পুঁথি বলা হয়।

Note: রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী।

Note: ‘চা’ ও ‘চিন’ শব্দ দুটি চীনা ভাষা হতে গৃহীত।

Note: ‘অনল প্রবাহ’ রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।

Note: ‘নতুবা’ একটি সমুচ্চয়ী অব্যয়।

Note: ‘ধূসর পাণ্ডুলিপি’ জীবনানন্দ দাশের অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ।

Note: ‘ঢাক ঢাক গুড় গুড়’ — আসল কথা গোপন রেখে ঘুরিয়ে পেঁচিয়ে বলা বোঝায়।

Note: ‘পলাশীর যুদ্ধ’ একটি ঐতিহাসিক নাটক।

Note: মধুসূদনের দেশপ্রেম তাঁর ‘চতুর্দশপদী কবিতা’-য় প্রকাশ পেয়েছে।

Note: ‘গাফা-খজুরে’ অর্থ — নিতান্ত অলস।

Note: ‘মুসলিম ভারত’ পত্রিকার সম্পাদক ছিলেন মওলানা মুহম্মদ রেয়াজউদ্দিন আহমদ।

Note: ‘ওরা’ নামপদ পুরুষের উদাহরণ।

Note: ‘হাতি’ ও ‘হাতী’ — উভয় বানানই শুদ্ধ।

Note: ‘নূরনামা’ কাব্যের উপজীব্য বিষয় ইসলাম ইতিহাস।

Note: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় ১৯৬১ সালে।

Note: ‘হাসিমুখ’ মধ্যপদলাপী সমাসের উদাহরণ।

Note: ‘কৃষ্ণকান্তের উইল’-এর প্রধান চরিত্র গোবিন্দলাল ও রোহিণী।

Note: অঘোষ ধ্বনি: ক, খ, চ, ছ, ট, ঠ, প, ফ ইত্যাদি।

Note: গানের সুরকার আলতাফ মাহমুদ।

Note: ‘যা পূর্বে ছিল এখন নেই’ — এক কথায় ‘ভূতপূর্ব’।

Note: মূল প্রতিপাদ্য: অকৃতজ্ঞতা।

Note: উক্তিটির প্রকৃত তাৎপর্য — জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।

Note: ‘খাচ্ছি’ — অসমাপ্ত ক্রিয়া।

Note: ‘পদ্মানদীর মাঝি’-এর উপজীব্য বিষয় জেলে জীবনের সুখ-দুঃখ।

Note: ‘ঢেকর বায়া’ — যার কোনো মূল নেই।

Note: যার কোন মূল্য নেই - এর বাগধারায় প্রকাশ হয় 'ঢাকের বায়া'।

Note: পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।

Note: কাজী নজরুল ইসলামের 'নজরুল গীতিকা' গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

Note: ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী।

Note: রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধি দেন।

Note: রাবণের চিতা - বাগধারার অর্থ - চির অশান্তি।

Note: মীর মশাররফ হোসেন 'বসন্ত কুমারী' নাটকটি রচনা করেছেন।

Note: যৌগিক বাক্য: একাধিক সরল বাক্য কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।

Note: জাতিবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদের সাহায্যে কোনো প্রাণী বা বস্তুর জাতি বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন: নদী।

Note: আট কপালে → হতভাগ্য। উড়নচণ্ডী → অমিতব্যয়ী। ছা-পোষা → পোষ্য ভারাক্রান্ত। ভূষন্ডির কাক → দীর্ঘায়ু ব্যক্তি।

Note: সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র। ১৮৩১ সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি চালু হয়।

Note: প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে।

Note: বিভীষিকা - [বিশেষ্য পদ] ভয়জনক দৃশ্য, ভয়প্রদর্শন, ভীষণ ভয়, আতঙ্ক।

Note: জীবনী - (১) [বিশেষ্য পদ] জীবনচরিত; (২) [বিশেষণ পদ] প্রাণ-দায়িনী, জীবনসঞ্চারিণী।

Note: আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর ১৮৫৭ সালে এটি রচনা করেন।

Note: জ্ঞান, জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞত্ব, আত্মজ্ঞান

Note: মুসলিম সাহিত্য-সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।

Note: রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি ঋতু নাট্য।

Note: শুদ্ধ বানান হচ্ছে মুহুর্মুহু /অব্যয় পদ/ বারংবার।

Note: ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মধ্যে মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতির গভীরতায়।

Note: কালীপ্রসন্ন ঘোষের লেখালেখি - কালীপ্রসন্ন মূলত দর্শন ও সমাজ সম্পর্কে লিখতেন।

Note: 'সব ক'টি জানালা খুলে দাও না' গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।

Note: "একুশে ফেব্রুয়ারি" (১৯৫৩) ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলনের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান।

Note: বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসে রোহিণী চরিত্রটি পাওয়া যায়।

Note: জীবনানন্দ দাশ (17 ফেব্রুয়ারি 1899 - 22 অক্টোবर 1954) বরিশালে একজন বৈদ্য-ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন।

Note: ঘরে বাইরে (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস।

Note: যা চিরস্থায়ী নয় - নশ্বর। যা বিনষ্ট হয় না - অবিনশ্বর। যা স্থায়ী নয় - অস্থায়ী।

Note: শিখার প্রতিটি সংখ্যার উপরে "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব" কথাটি লেখা থাকত।

Note: 'পথিক তুমি কি পথ হারাইয়াছ?' কথাটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস 'কपালকুণ্ডলা'র।

Note: 'অচিন' শব্দের 'অ' উপসর্গটি নঞর্থক অর্থে ব্যবহৃত হয়েছে।

Note: 'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন সিকানদার আবু জাফর।

Comment