৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
Ready to Start the Exam?
Please enter your name before starting the exam.
- Make sure you have a stable internet connection.
- You cannot go back once you submit an answer.
- Only one attempt is allowed per exam.
Note: Out of the given options, the only option that is a proper word with meaning is Leisure. Leisure: The time when one is not working or occupied or free time.
Note: The synonym of 'amicable' is 'friendly'. The term 'amicable' is often used to describe a relationship or situation characterized by goodwill, harmony, and lack of hostility.
Note: পটাসিয়াম অ্যালিউমিনিয়াম সালফেটের কেলাসকে বাংলা ভাষায় ফিটকিরি বলে। এর রাসায়নিক সংকেত: Al(SO₄)₂.K₂SO₄.24H₂O
Note: ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা লাভ করে। বাংলাদেশ ১০ম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলে।
Note: নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি ইত্যাদি।
Note: The word 'known' takes a fixed preposition 'to'. Thus the passive voice will be 'He is known to me.'
Note: As if - এর পূর্বে Present indefinite tense হলে তার পরে Past indefinite tense হয়। তবে as if যুক্ত বাক্যে be verb - এর past form সব সময় were হয়।
Note: The antonym of 'hate' is 'admire'.
Note: মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যাকে শুধুমাত্র ১ এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ৫৯ কে শুধু ১ ও ৫৯ দ্বারা ভাগ করা যায়।
Note: এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বদ্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোর পদ্ধতি।
Note: চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয় এ কথা সত্য নয়। তবে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে ডায়াবেটিকস রোগীদের চিনি জাতীয় খাবার যথাসম্ভব পরিহার করা উচিত।
Note: দুইটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী হলে একে অপরকে সম্পূরক কোণ বলে।
Note: The term 'improvement' generally refers to the act of making something better or enhancing its quality or condition.
Note: Put the cart before the horse = reverse the proper order or procedure of something.
Note: বাংলাদেশের মনোগ্রামে ৪টি তারকা চিহ্ন রয়েছে।
Note: (a+b)² = a² + 2ab + b² => 49 = 25 + 2ab => 2ab = 24 => ab = 12
Note: সংকর ধাতু পিতলের উপাদান হল - তামা ও দস্তা।
Note: আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। তিনি ১৮৩৩-১৮৯৬ সালে জীবিত ছিলেন এবং তার নামে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
Note: যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। অঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো হলো ক, চ, ট, ত, প।
Note: ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।
Note: পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধতে রেনিন নামক জারক রস প্রয়োজন হয়। ট্রিপসিন এবং পেপসিন প্রোটিন পরিপাকে এবং এমাইলেজ কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে।
Note: ধরি, প্রস্থ = x মিটার, দৈর্ঘ্য = 2x মিটার। ক্ষেত্রফল = 2x² = 1250 => x² = 625 => x = 25, দৈর্ঘ্য = 2×25 = 50 মিটার
Note: সালফারের অভাবজনিত লক্ষণ নাইট্রোজেনের সাথে সাদৃশ্যপূর্ণ। সালফারের অভাবে গাছের নতুন গজানো পাতা হলুদ হয় এবং ধান সাধারণত ১-২ সপ্তাহ পরে পাকে।
Note: ষোড়শ সার্ক সম্মেলন ২৮-২৯ এপ্রিল, ২০১০ ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়।
Note: টিভির পর্দায় ফসফর থাকে, ইলেকট্রন যখন এই ফসফরকে আঘাত করে তখন এখান থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয়।
Note: সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত: (অতিভুজ)² = (ভূমি)² + (লম্ব)²। ৫² = ৪² + ৩², সুতরাং ৩:৪:৫ দ্বারা সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব।
Note: মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ – ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
Note: Laziness is detrimental to success (correct sentence)। 'Detrimental' এর পরে preposition 'to' ব্যবহৃত হয়।
Note: ভুসুকুপা চর্যাপদের কবি। তাঁর পদে 'আজি ভুসুকু বঙ্গালী ভইলী' উল্লেখ থাকায় তাঁকে বাঙালি অনুমান করা হয়।
Note: বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ফরিদপুরের হারুকান্দিতে অবস্থিত।
Note: দুটি ত্রিভুজের তিন কোণ একটি অপরটির সমান হলেও তারা পরস্পর সর্বসম নাও হতে পারে, শুধুমাত্র সদৃশ হতে পারে।
Note: Anatomy শব্দের অর্থ শরীরবিদ্যা বা দেহতত্ত্ব।
Note: সঠিক বানান Supersede, যার অর্থ রহিত করা বা প্রতিস্থাপন করা।
Note: Hymn হলো ধর্মীয় ও পবিত্র আবেগ প্রকাশকারী গান।
Note: tan 30° = উচ্চতা/দূরত্ব => 1/√3 = উচ্চতা/20 => উচ্চতা = 20/√3 মিটার
Note: সঠিক Passive voice: Even a little mouse may help a lion.
Note: সহচর + য = সাহচর্য। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় 'য' যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, ই এবং ঈ-এর লোপ হয়।
Note: ফিফা ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।
Note: বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।
Note: ৪ টি ১ টাকার নোট = ৪ টাকা, ১ টি ২ টাকার নোট = ২ টাকা, মোট = ৬ টাকা। ৮টি ৫ টাকার নোট = ৪০ টাকা। অংশ = ৬/৪০ = ৩/২০
Note: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম 'অনিলাদেবী'। 'নারীর মূল্য' প্রবন্ধে তিনি এ ছদ্মনাম ব্যবহার করেন।
Note: লগারিদমের সূত্রানুযায়ী, Logₐ(m/n) = logₐm - logₐn
Note: ধরি সংখ্যাটি x, x - 301 = 381 - x => 2x = 682 => x = 341
Note: ক+খ ১ দিনে করে = ১/১২ অংশ, ক ১ দিনে করে = ১/২০ অংশ, খ ১ দিনে করে = ১/১২ - ১/২০ = ১/৩০ অংশ, খ সম্পূর্ণ কাজ করে ৩০ দিনে
Note: বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম এবং শূন্যস্থানে শব্দের বেগ শূন্য। বাতাসে শব্দের গতি ঘন্টায় ৭৫৭ মাইল।
Note: 'To read between the lines' means to understand the hidden or implied meaning in a text or conversation.
Note: ০.৩ = ০.৩০, √০.৩ ≈ ০.৫৫, ১/৩ ≈ ০.৩৩, ২/৫ = ০.৪০। সবচেয়ে ক্ষুদ্রতম ০.৩
Note: জ্যোৎস্না + রাত = জ্যোৎস্নারাত (জ্যোৎস্নাযুক্ত রাত)। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
Note: রাসায়নিক অগ্নিনির্বাপক অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করে।
Note: ফল পাকানোর জন্য ইথিলিন গ্যাস দায়ী। কৃত্রিম ফল পাকানোর ক্ষেত্রে ইথিলিন ব্যবহার করা হয়।
Note: দেশের প্রথম ঔষধ পার্ক মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থাপিত হচ্ছে। ২০০ একর জায়গাজুড়ে এই পার্ক তৈরি করা হচ্ছে।
Note: এটি মদনমোহন তর্কালঙ্কার রচিত 'শিশুশিক্ষা' গ্রন্থের বিখ্যাত পংক্তি।
Note: ইন্টারনেট হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত নেটওয়ার্কিং জাল, যা পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি।
Note: Endow - প্রদান করা, সঞ্চার করা। বাক্যটির অর্থ: যুক্তি হল স্রষ্টা কর্তৃক মানুষের মধ্যে নিহিত সর্বোচ্চ ক্ষমতা।
Note: সুনামির প্রধান কারণ সমুদ্র তলদেশের ভূমিকম্প। এছাড়াও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিধসও সুনামি সৃষ্টি করতে পারে।
Note: স্টিভেন হকিং একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান-বিষয়ক জনপ্রিয় ধারার লেখক।
Note: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে ছয় দফা দাবী পেশ করেন।
Note: কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়।
Note: ৩/৯ = ৪/x => ৩x = ৩৬ => x = ১২
Note: ডেঙ্গু জ্বর এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত রোগ।
Note: 1.16 = 116/100 = 29/25 = 1 ⁴/₂₅
Note: ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কার করেন।
Note: ১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু = ৭২। সংখ্যাটি = ৭২ - ২ = ৭০
Note: মানবাধিকার দিবস প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়।
Note: রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দ বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি।
Note: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। জমি তৈরীর সময় ২/৩ বার স্বাদু পানি দিয়ে লবণাক্ত পানি বের করে দিলে জমির লবণাক্ততা অনেকটা কমে যায়।
Note: The opposite word of 'liability' is 'asset'. Liability refers to debts or obligations, while assets represent resources that have value.
Note: কিরগিজিস্তানের রাজধানী বিশকেক। এটি মধ্য এশিয়ার পূর্বভাগের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
Note: 'To keep one's head' idiom-টির অর্থ হলো - মাথা ঠান্ডা রাখা, ধৈর্য বজায় রাখা।
Note: বিশ্বব্যাপী পরিবেশদূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ৫ জুনকে ঘোষণা করেছে 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে।
Note: সঠিক বাক্য: He has invited me to dinner. 'Invite' এর পরে preposition 'to' ব্যবহৃত হয়।
Note: Twilight (গোধূলি)-এর পরবর্তী কিন্তু night (রাত্রি)-এর পূর্ববর্তী সময়কে Dusk বা সন্ধ্যার প্রাক্কাল বলে।
Note: ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম হাজার হৃদের দেশ। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ ও জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
Note: কবি শামসুর রাহমানের পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে।
Note: বরিশাল জেলার পূর্বনাম চন্দ্রদ্বীপ। এটি বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র জনপদ।
Note: 'Scared out of one's wits' idiom-টির অর্থ ভয়ে আতঙ্কিত হওয়া।
Note: বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। জাতীয় ফুল শাপলা, জাতীয় মাছ ইলিশ, জাতীয় বৃক্ষ আম গাছ।
Note: আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন ১৮৬৩ সালে সুইজারল্যান্ডের জেনেভায় প্রতিষ্ঠিত হয়।
Note: সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, রবি, আফতাব, প্রভাকর ইত্যাদি।
Note: প্যারীচাঁদ মিত্রের সাহিত্যকর্মের মধ্যে রয়েছে 'আলালের ঘরের দুলাল', 'আধ্যাত্মিকা' ইত্যাদি।
Note: বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)। WTO বাণিজ্যিক জোট।
Note: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন।
Note: a³ + 1/a³ = (a - 1/a)³ + 3.a.1/a.(a-1/a) = (3)³ + 3.3 = 27 + 9 = 36
Note: ইখতিয়ার উদ্দিন মুहাম্মাদ বिन বখতিয়ার খলজি ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সেনা নিয়ে নদীয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন।
Note: মালদ্বীপে সেনাবাহিনী নেই। সুদান, সাইপ্রাস, ভুটানে সেনাবাহিনী আছে।
Note: G-8 এর সদস্য দেশ: ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, জাপান, ইতালি ও কানাডা। সুইডেন G-8 এর সদস্য নয়।
Note: 'অপ' একটি সংস্কৃত উপসর্গ।
Note: বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা-কে ব্যাস বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোন বিন্দুর দুরত্বকে ব্যাসার্ধ বলে।
Note: বৃত্তের সাধারণ সমীকরণ: x² + y² = r²। x² + y² = 0 একটি বিন্দু বৃত্তের সমীকরণ।
Note: ১ নভেম্বর ২০০৭ ঐতিহাসিক মাজদার হোসেন মামলার প্রেক্ষিতে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়।
Note: 'অনীক' শব্দের অর্থ সৈন্যবাহিনী, সেনা, সৈনিক।
Note: 13³/₄% = (55/4)% = (55/4)/100 = 55/400 = 11/80
Note: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালী ইউনিয়নে অবস্থিত কুয়াকাটাকে 'সাগরকন্যা' বলা হয়।
Note: Adherence - আনুগত্য। সংসদীয় গণতন্ত্র নিয়মের প্রতি শৃঙ্খলা ও আনুগত্য দাবি করে।
Note: হ্যালির ধূমকেতু প্রতি ৭৫-৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠে। শেষবার ১৯৮৬ সালে দেখা গিয়েছিল, পরবর্তীতে ২০৬১ সালে দেখা যাবে।
Note: যারা লাশ দাফনের জন্য কফিন বহন করে তাদেরকে Pallbearer বলে। Undertaker মৃতদেহ সৎকারের ব্যবস্থাকারী।
Note: গ্রীন হাউজ এফেক্টের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, যার ফলে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে।
Note: f(-1) = 3×(-1)³ + 2×(-1)² - 21×(-1) - 20 = -3 + 2 + 21 - 20 = 0, সুতরাং (x+1) একটি উৎপাদক।
Note: 'ঠাকুরমার ঝুলি' বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
Note: বাগাড়ম্বর = বাক্ + আড়ম্বর। এটি ব্যাসবাক্য: বাক্যের আড়ম্বর।