৩১ - ৩৪ তম বিসিএস বাংলা
Ready to Start the Exam?
Please enter your name before starting the exam.
- Make sure you have a stable internet connection.
- You cannot go back once you submit an answer.
- Only one attempt is allowed per exam.
Note: অদিতি শব্দের সমার্থক শব্দ - পৃথিবী, ধরা, ধরনী, ধরিত্রী, বসুন্ধরা, ভূ, মেদিনী, ক্ষিতি, মহী, বসুমতী ইত্যাদি। 'নীর' শব্দের সমার্থক শব্দ হল জল, পানি, বারি, সলিল ইত্যাদি।
Note: কাজী নজরুল ইসলাম রচিত 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের বিখ্যাত ২য় কবিতা 'বিদ্রোহী' প্রকাশিত হয় সাপ্তাহিক পত্রিকা 'বিজলী' তে। ১৩২৮ বঙ্গাব্দে কার্তিক মাসে ইংরেজি ১৯২১ সালে প্রকাশিত হয় কবিতাটি।
Note: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আধুনিক বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম দাঁড়ি, কমা, প্রভৃতি বিরামচিহ্ন বা যতিচিহ্ন ব্যবহার করে বাংলা গদ্য সাহিত্যে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন।
Note: বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। তিনি তার রাজস্ব মন্ত্রী টোডরমলের পরামর্শে ৯৬৩ হিজরিকে ৯৬৩ সাল ধরে গণনা শুরু করেন। কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন।
Note: সাহিত্যের কাব্যের অলঙ্কার হল কাব্যের বা সাহিত্যের সৌন্দর্য সৃষ্টিকারী তারই অন্তর্গত কোনো উপাদানকে বুঝায়। এটি ২ প্রকার- শব্দালঙ্কার ও অর্থালঙ্কার।
Note: অশোক সৈয়দ হল 'আবদুল মান্নান সৈয়দ' এর ছদ্মনাম। সৈয়দ শামসুল হক এর উপাধি হল সব্যসাচী।
Note: শুদ্ধ বানান হল 'নিশীথিনী'। আরো কিছু গুরুত্বপূর্ণ বানান হল নিরীহ, নিরীক্ষণ, নিক্বণ, নিপীড়িত, নিরহংকার, নিশীথ, ন্যূনতম, ন্যূনাধিক, নির্ণয়, নির্নিমেষ, নূপুর, নিঃশেষ, নৈরাশ্যে।
Note: 'উজবুক' একটি তুর্কি শব্দ। কিছু গুরুত্বপূর্ণ তুর্কি শব্দ হল উজবুক, উর্দি, উর্দু, আল্লাখাল্লা, কোর্মা, কাবু, কুলি, কাঁচি, কুর্নিশ, বন্দুক, ক্রোক, বারুদ, বেগম, বিবি, বাবা, বাবুর্চি, বাইজি, খোকা, খাতুন, খা, চাকর, চাকু, চকচক, ঠাকুর, দারোগা, সওগাত, লাশ।
Note: শাহ আবদুল করিমকে বলা হয় 'বাউল সম্রাট'। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হল 'গাড়ি চলে না, চলে না, চলে না রে...', 'আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা...', 'সখী কুঞ্জ সাজাও গো আজ আমার প্রানও নাথ আসিতে পারে...' ইত্যাদি।
Note: কিছু পারিভাষিক শব্দ- Weekly - সাপ্তাহিক (৭ দিন), Fortnightly- পাক্ষিক (১৫ দিন), Half Yearly- ষাণ্মাসিক (৬ মাস), Quarterly- ত্রৈমাসিক (তিন মাস ব্যাপী)।
Note: মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' হল একটি পত্রকাব্য। যা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এতে পত্র ১১টি পূর্ণ পত্র রয়েছে। এটি বাংলা সাহিত্যে তার অমিত্রাক্ষর ছন্দের সর্বোত্তম নিদর্শন।
Note: অধ্যাপক ড. আহমদ শরীফ ১৯২১ সালে জন্মগ্রহণ করেন। আর মারা যান ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে। তিনি 'বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক।
Note: রাজিয়া খান (১৯৩৬-২০০১) রচিত উপন্যাসগুলো হল বটতলার উপন্যাস, দ্রৌপদী, উপসংহার, চিত্রকাব্য, প্রতিচিত্র।
Note: পল্লীকবি জসীমউদ্দিন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন। তবে তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুরে।
Note: বাংলায় 'মহাভারত' কাব্যের প্রথম অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর। তার অনূদিত মহাভারতের নাম 'পরাগলী মহাভারত'। যার পৃষ্ঠপোষক হলেন পরাগল খান।
Note: ময়ূর শব্দের সমার্থক শব্দ কলাপী, কেকা, শিখী, শিখণ্ডী, কেকী, বর্হী, শিখণ্ডক। কোকিল-পরভৃত, পিক, অন্যপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, বসন্তদূত, মধুসখা, মধুস্বর। কবুতর শব্দের সমার্থক শব্দ কপोত, পারাবাত, পায়রা ইত্যাদি। আর শশক হচ্ছে খরগোশ শব্দের সমার্থক শব্দ।
Note: নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি- যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন পর + পর = পরস্পর।
Note: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ছিন্নপত্রাবলী' হল একটি পত্র সংকলন। এতে মোট পত্র রয়েছে ১৫৩টি। যার অধিকাংশ বা ১৪৫টি পত্র তার ভ্রাতুষ্পুত্রী শ্রীমতী ইন্দিরাদেবীকে উদ্দেশ্য করে লিখেছেন।
Note: অব্যয়ীভাব সমাস - পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন ইষৎ নত = আনত।
Note: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস হচ্ছে আনন্দমঠ, দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, দেবী চৌধুরানী, সীতারাম, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর ইত্যাদি।
Note: আলাওল (১৬০৭-১৬৮০) আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। তাঁর সাহিত্য কর্ম- তোহফা (নীতি কাব্য), পদ্মাবতী (অনূদিত গ্রন্থ), সয়ফুলমুলক বদিউজ্জামাল, সপ্তপয়কর, সিকান্দারনামা ইত্যাদি।
Note: 'বাতাস' শব্দের সমার্থক শব্দ: মারুত, পবন, অনিল, সমীর, বাত, মরুৎ ইত্যাদি। পক্ষান্তরে, 'পাবক' শব্দের সমার্থক শব্দ: অগ্নি, আগুন, অনল, বহ্নি ইত্যাদি।
Note: উক্ত প্রবাদটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় 'কপালকুণ্ডলা' (১৮৬৬) উপন্যাসের উল্লেখযোগ্য পঙক্তি এটি।
Note: শুদ্ধ বানানটি হচ্ছে 'আকাঙ্ক্ষা'
Note: 'পালামৌ' ভ্রমণ কাহিনীটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত রচনা। এটি ১৮৭৮ সালে প্রকাশিত হয়েছিল। এই রচনায়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তার পালামৌ ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
Note: বৃক্ষ/বিশেষ্য পদ/ গাছ, তরু, দ্রুম, পাদপ, বিটপী, মহীরুহ, শাখী।
Note: 'পদ্মরাগ' কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প।
Note: 'Subconscious' শব্দটির বাংলা পারিভাষক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ (পুরোপুরি) সচেতন থাকে না। অন্যদিকে 'চেতনাহীন' শব্দটির ইংরেজি 'Unconscious'।
Note: 'গাছ পাথর' বাগধারাটির অর্থ হিসাব-নিকাশ।
Note: 'দিবারাত্রির কাব্য' মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস।
Note: 'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচনা করেছেন।
Note: 'অনাবৃষ্টি' শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে।
Note: 'আরেক ফাল্গুন' ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
Note: 'একাত্তরের দিনগুলি' জাহানারা ইমাম (১৯২৯ - ১৯৯৪) রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ। 'এইসব দিনরাত্রি' হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস। 'নূরলদীনের সারা জীবন' সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য।
Note: গঠনগত দিক থেকে বাংলা শব্দাবলী দুভাগে বিভক্ত মৌলিক ও সাধিত। যে শব্দকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন - মা, লাল, তিন হাত, পা, গোলাপ ইত্যাদি। যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, তাই সাধিত শব্দ। যেমন - দয়ালু, পানসা, ফুলেল, হাতল, জমিদার ইত্যাদি।
Note: 'আলোকিত মানুষ চাই'– এটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের শ্লোগান।
Note: 'ম্যাজেন্টা' একটি ইংরেজি শব্দ।
Note: 'আনোয়ারা' গ্রন্থটি মোহম্মদ নজিবর রহমানের রচনা।
Note: যে সমাসে দুই বা বহুপদ মিলে একপদ এবং প্রত্যেক পদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন - জায়া ও পতি = দম্পতি। আলো ও ছায়া = আলোছায়া, হাট ও বাজার = হাট-বাজার ইত্যাদি।
Note: ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি'। এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনির লিখিত রুপ হলো 'বর্ণ'। শব্দের অংশ হলো অক্ষর। বাক্যের ক্ষুদ্রতম একক বা অংশকে শব্দ বলে।
Note: এটি একটি সরল বাক্য।
Note: প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন। কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান। তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে।
Note: ১৯২৩ সালে দীনেশরঞ্জন দাশ কল্লোল পত্রিকাটি সম্পাদনা করেন। এই পত্রিকাটি ৭ বছর প্রকাশিত হওয়ার পর বন্ধ হয়ে যায়।
Note: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ' উপন্যাসটি হল সামাজিক উপন্যাস। এই উপন্যাসের বিখ্যাত চরিত্র গুলো হল- কুন্দনন্দিনী, হীরা, নগেন্দ্র, সূর্যমুখী। রোহিনী হল তার রচিত 'কৃষ্ণকান্তের উইল' বিখ্যাত চরিত্র।
Note: রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থটি 'Song Offerings' নামে ইংরেজিতে অনূদিত হয়। এতে মোট ১৫৭টি কবিতা রয়েছে। এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ/এর ভূমিকা লিখেছেন W.B Yeats.
Note: বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল হতে আবিষ্কার করেন। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদে সংস্কৃত পজ্ঝটিকা ছন্দের প্রভাব আছে। এর ভাষারীতি কথ্য।
Note: সন্ন্যাসী শব্দের অর্থ হল গৃহ ত্যাগ করে ধ্যানে আত্মনিয়োগ করা, কোন বিষয়ে একাগ্রতা প্রকাশ করা। গৃহী বা গৃহমুখী এর বিপরীত শব্দ হল সন্ন্যাসী।
Note: অপশনে থাকা দরিদ্রতা, উপযোগিতা, শ্রদ্ধাঞ্জলি বানানগুলি শুদ্ধ। উর্দ্ধ এর সঠিক বানানটি হচ্ছে ঊর্ধ্ব।
Note: বাংলা ব্যাকরণে যতিচিহ্ন মোট ১২টি। এর মধ্যে কোলন (ঃ) একটি। শব্দ সংক্ষেপ করে বুঝাতে ব্যবহার করা হয়। যেমন- বিঃদ্রঃ
Note: সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। তার রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে - হরতাল, ছাড়পত্র, অভিযান, পূর্বাভাস, ঘুম নেই।
Note: দ্বিজেন্দ্রলাল রায় এর বিখ্যাত নাটক 'সাজাহান'। এই নাটকের একটি বিখ্যাত উক্তি- 'ধন ধান্যে পুষ্পে ভরা'।
Note: অপশনে শুদ্ধ বানানটি হচ্ছে নিশীথিনী। আরো কিছু শুদ্ধ বানান জেনে রাখি- ঊর্ধ্বতন, ঊর্মি, ঊষা, উদ্বাস্তু, উৎকর্ষ, উন্মীলিত, উপর্যুক্ত, উত্যক্ত, উদ্ভূত, উপলক্ষ্য, উচ্ছৃঙ্খল, উদগিরণ।
Note: কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে প্রাচীন হলেন গোঁজলা গুই। কবিগানের অন্যান্য কবিরা হলেন- ভবানী, হরু ঠাকুর, এন্টিনি ফিরিঙ্গি, কেষ্টা মুচি, রামবসু, নিধুবাবু।
Note: The Origin and Development of Bangali Language' গ্রন্থটি রচনা করেছেন ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তাঁর এ গ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৬ সালে।
Note: আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়েরদের উদ্ভব ঘটে। কবিওয়ালারা তৎকালীন বিশৃঙ্খল সমাজব্যবস্থায় যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন।
Note: এখানে শুদ্ধ বাক্য --তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
Note: Excise duty' এর বাংলা পারিভাষিক অর্থ হল আবগারি শুল্ক।
Note: কিছু শুদ্ধ বানান ----------- পিপীলিকা, নির্নিমেষ, নির্দোষ, ন্যূনতম, নৃশংস, নিক্বণ, নিক্বাণ, নিরীহ, নূপুর, নিশীথ, নিঃশেষ, নৈরাজ্য, নৈরাশ্য, নৈর্ঋত, নির্দোষ।
Note: ঢাকের কাঠি /খয়ের খাঁ (তোষামুদে/চাটুকার/মোসাহেব)- সুমন তুমি তো ঢাকের কাঠি, তোমার সাহেব যা বলে তুমি তাই বল। হাড়-হাভাতে (হতভাগ্য)- ১২ বছর বয়সী মিলন একেবারে ই হাড়-হাভাতে ছেলে, একমাত্র উপার্জনকারী বাবাও মারা গেল হার্ট অ্যাটাক করে। ভিজে বেড়াল (কপটচারী)- সমাজের ভিজে বেড়ালদের চেনা বড় দায়।
Note: মিশ্র /জটিল বাক্য- যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন- 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল' এটি জটিল বা মিশ্র বাক্য। এখানে সাপেক্ষ ভাব আছে (তুমি আসবে বলে)।
Note: অগ্নি শব্দের প্রতিশব্দ হল--------- আগুন, অনল, বহ্নি, হুতাশন, শিখা, পাবক, বিভাবসু, কৃশানু, হেমাগ্মি, বৈনাশ্বর, সর্বশুচি, সর্বভূক, বীতিহোত্র ইত্যাদি। সুতরাং অগ্নি শব্দের প্রতিশব্দ নয় প্রজ্বলিত।
Note: কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত উক্তি-------- 'কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ? চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি।
Note: রাখালী কাব্যটি জসীমউদ্দীন রচিত। প্রকাশকাল ১৯২৭।
Note: সৈয়দ মুজতবা আলী রচিত 'পঞ্চতন্ত্র' দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন। প্রথম পর্বে ৩৪ টি এবং দ্বিতীয় পর্বে ৩১ টি মোট ৬৫ টি রচনার সংকলন এটি। এসব প্রবন্ধ 'বসুমতী' ও 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
Note: প্রকাশকাল ১৮৪৩। প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রথম সম্পাদক অক্ষয়কুমার দত্ত।
Note: হাঙর নদী গ্রেনেড বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন রচিত একটি বাংলা ভাষার উপন্যাস। উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালের যশোরের কালীগঞ্জ গ্রামের এক মায়ের সত্য ঘটনা অবলম্বনে সেলিনা হোসেন এই উপন্যাসটি রচনা করেন।
Note: তিলোত্তমা কাব্য, মেঘনাদ বধ কাব্য ও বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের রচনা। বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা।
Note: দেয়াল" হুমায়ুন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ - ১৯ জুলাই, ২০১২)- এর মৃত্যু পরবর্তী প্রকাশিত উপন্যাস। প্রকাশকাল ২০১২।
Note: কুলীন কুল সর্বস্ব নাটকটি রামনারায়ন তর্ক রত্ন লেখা। প্রকাশকাল ১৮৪৫। এটি একটি সামাজিক নাটক।
Note: বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। আবিষ্কার- ১৯০৭। স্থান- নেপালের গ্রন্থাগার। আবিষ্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী।
Note: বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল— ১২০১--১৩৫০। প্রাচীন যুগ --(৬৫০--১২০০), মধ্যযুগ (১২০১--১৮০০), আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত। কিন্তু এই যুগ বিভাগের মধ্য ১২০১--১৩৫০ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়।
Note: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। দ্বিতীয় দফায় গানটিতে সুরারোপ করেন আলতাফ মাহমুদ। প্রথম পর্যায়ে কণ্ঠশিল্পী ছিলেন আবদুল লতিফ, বর্তমানে এটি সমবেত কণ্ঠে গাওয়া হয়। গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।
Note: প্রাচীন যুগ --(৬৫০--১২০০), মধ্যযুগ (১২০১--১৮০০), আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।
Note: শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবি। 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কবিতাটি তাঁর 'শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা' সংকলনের অন্তর্ভুক্ত। তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য কবিতা - 'স্বাধীনতা তুমি' 'পণ্ডশ্রম' 'মধুস্মৃতি' 'রক্তাক্ত প্রান্তরে।
Note: এই প্রশ্নটি বিতর্কিত। বাংলা সাহিত্যের যতি চিহ্নের প্রবর্তক/গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক। মাইকেল মধুসুদন দত্ত আধুনিক কবিতার জনক। এখানে সাহিত্য হিসেবে উপন্যাসকে প্রাধান্য দেয়া হয়েছে।
Note: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম' ভানুসিংহ ঠাকুর'। রবীন্দ্রনাথ ঠাকুর এ ছদ্মনামে 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রচনা করেন। প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'।
Note: 'কবর' ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি রচিত হয়; তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী জানা যায়, আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীর কাছে চিঠি লিখেছিলেন জেলখানায় মঞ্চস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেয়ার জন্য।
Note: শিক্ষাবিদ ও কবি সৈয়দ আলী আহসানের বিখ্যাত অনুবাদ গ্রন্থ' হুইটম্যানের কবিতা' ও 'ইডিপাস। বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার (১৯৬৭), সুফী মোতাহের হোসেন স্বর্ণপদক (১৯৮৫), নাসির উদ্দিন স্বর্ণপদক (১৯৮৫) স্বাধীনতা পুরস্কারসহ (১৯৮৮) নানা পুরস্কার লাভ করেন।
Note: নীলদর্পণ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। প্রকাশ কাল ১৮৬০। নাটকটির বিষয়বস্তু নীলকরদের অত্যাচার।
Note: ১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিইয়াম কেরী।
Note: ঘরে বাইরে- উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রকাশকাল ১৯০৯। এটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত। ব্রিটিশ ভারতের রাজনীতি এর মূল উপজীব্য বিষয়। উল্লেখযোগ্য চরিত্র বিমলা, নিখিলেশ, সন্দ্বীপ।