৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
Ready to Start the Exam?
Please enter your name before starting the exam.
- Make sure you have a stable internet connection.
- You cannot go back once you submit an answer.
- Only one attempt is allowed per exam.
Note: Shrug => কাঁধ ঝাঁকানো।
Note: Tsunami : সুনামি
Note: সমাধান: আমরা জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = [n(n+1)(2n+1)/6]. সুতরাং, 1² + 2² + 3² + ....... + x² = [x(x+1)(2x+1)/6].
Note: আরো কিছু গুরুত্বপূর্ণ বানান হল নিরীহ, নিরীক্ষণ, নিক্বণ, নিপীড়িত, নিরহংকার, নিশীথ, ন্যূনতম, ন্যূনাধিক, নির্ণয়, নির্নিমেষ, নূপুর, নিঃশেষ, নৈরাশ্যে।
Note: বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে আয়নের আধিক্যের ফলে বেতার তরঙ্গগুলাে এ স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। বায়ুমন্ডলের ওজোন স্তরের উপরে প্রায় ২২ মেইল পর্যন্ত বিস্তৃত যে স্তর সেটিই আয়ন স্তর নামে পরিচিত।
Note: বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে (দেশ হিসেবে)।
Note: স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম হাজার হ্রদের দেশ। নরওয়ের ভৌগোলিক উপনাম নিশীথ সূর্যের দেশ। এছাড়া নরওয়েকে ধীবর বা মৎস্যজীবীদের দেশও বলা হয়। জাপানের ভৌগোলিক উপনাম সূর্যোদয়ের দেশ ও ভূমিকম্পের দেশ। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ।
Note: Sporadic — বিক্ষিপ্ত। Consistent — সঙ্গতিপূর্ণ। Uniform — একরূপ, সমরূপ। Frequent — পৌনঃপুনিক। Scattered — বিক্ষিপ্ত। এখানে 'Scattered'- শব্দটি 'Sporadic'- এর সমার্থক।
Note: জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্বনাম সলসব্যারি। জিম্বাবুয়ের পূর্বনাম রোডেসিয়া। ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্ব নাম জায়ারে।
Note: = log₂(1/32) = log₂(2⁻⁵) = -5 log₂(2) = -5.
Note: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এ সঙ্গীতের প্রচলন রয়েছে । সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা ও এ সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সঙ্গীতের মধ্যে উপস্থাপনই সারাদেশে গম্ভীরার সুপরিচিতির কারণ। এ সঙ্গীতের মূল চরিত্র হলো নানা ও নাতির কথোপকথন। এ কথোপকথনের মাঝে একটি বিশেষ সুরে গান 'গম্ভীরা' কে আলাদা মাত্রা দান করেছে।
Note: Introduce to - পরিচয় করিয়ে দেওয়া। Example : Wordsworth introduced the readers to a new kind of poetry.
Note: গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন।
Note: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৭-১৪১ নং অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১৩৭ নং ধারায় বলা হয়েছে, 'আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।'
Note: 'লাইন অব কন্ট্রোল' দ্বারা ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করা হয়। এটি কাশ্মীরের ভারত ও পাকিস্তানের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল' বলতে ভারত ও চীনের সীমান্তবর্তী রেখাকে বোঝায়।
Note: অর্ধপরিবাহী হলো সেই বস্তু যার পরিবাহকত্ব অন্তরকের চেয়ে বেশি কিন্তু পরিবাহকের তুলনায় কম। তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অর্ধপরিবাহী পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, গ্যালিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী। লোহা অর্ধপরিবাহী নয়। লোহা তড়িৎ পরিবাহক।
Note: সমাধান: আমরা জানি, ০, ১, ২, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৩২১০ এবং ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩। সুতরাং, বিয়োগফল = (৩২১০–১০২৩) = ২১৮৭।
Note: মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই। এছাড়া অন্যান্য যেসব দেশে সেনাবাহিনী নেই সেগুলো হলো: মালদ্বীপ, এন্ডোরা, ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, কিরিবাতি, লিচটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু, ভ্যাটিকান সিটি।
Note: অধ্যাপক ড. আহমদ শরীফ ১৯২১ সালে জন্মগ্রহণ করেন। আর মারা যান ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে (৩১তম বিসিএস)। তিনি 'বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক। ☞ তাঁর রচিত গ্রন্থসমূহ হল- বিশ শতকের বাঙালি, বাঙালী ও বাঙালা সাহিত্য, স্বদেশ চিন্তা, বিচিত চিন্তা, নবীবংশ, সংস্কৃতি (প্রবন্ধ)
Note: Omnipotent — সর্ব শক্তিমান। Feeble — দুর্বল। Supreme — সর্বোচ্চ, পরম। Impotent — অক্ষম, অসমর্থ। Vulnerable — অরক্ষিত। এখানে 'Supreme'- শব্দটি 'Omnipotent'- এর সমার্থক।
Note: নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি- যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘পতৎ+অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। ☞এরকমআ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, পর + পর = পরস্পর, ষট + দশ = ষোড়শ, এক + দশ = একাদশ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলি, মনস + ঈষা = মনীষা
Note: জসিমউদদীন (১৯০৩-১৯৭৬) পল্লীকবি জসীমউদ্দিন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন। তবে তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুরে। পল্লীকবি জসিমউদদীন রচিত নাটকগুলো হচ্ছে- বেদের মেয়ে, পদ্মাপাড়, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া, আসমান সিংহ, ওগো পুষ্পধেনু ইত্যাদি। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে - রাখালী(৩৪তম বিসিএস), নকশীকাঁথার মাঠ (শ্রেষ্ঠ রচনা), সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, রঙিলা নায়ের মাঝি, মা যে জননী কান্দে (২৪তম বিসিএস), ধানক্ষেত, বালুচর, কাফনের মিছিল ইত্যাদি।
Note: যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন প্রদান করে তাকে জারণ বলে এবং যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে । অর্থাৎ জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন এবং বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে।
Note: Shrug - কাঁধ ঝাঁকানো অর্থাৎ To raise the shoulders especially as a gesture of doubt, disdain, or indifference. So shrug is associated with shoulders.
Note: .যে সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে সঠিকভাবে কাল নিরুপণ করে সাগরবক্ষে দ্রাঘিমাংশ নির্ণয় করা যায় তাকে ক্রোনোমিটার বলে। কম্পাস হচ্ছে দিক নির্দেশক যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র। সেক্সট্যান্ট হলো কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করার যন্ত্র।
Note: মাটি অম্লধর্মী না ক্ষারধর্মী তা pH দ্বারা পরিমাপ করা হয়। মাটির pH 7 হলে তা নিরপেক্ষ হয় । pH 7 থেকে যত কমতে থাকে অম্লতা তত বৃদ্ধি পায় এবং 9 থেকে বেশি হলে ক্ষারকত্ব বৃদ্ধি পায়। মাটির অম্লত্ব বেড়ে গেলে তাতে চুন প্রয়োগ করে তা প্রশমন করা হয়।
Note: অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরূ এবং নমনীয় কাঁচ তন্তু । দুটি ভিন্ন ঘনত্বের কাঁচ সমন্বয়ে অপটিক্যাল ফাইবার তৈরী করা হয়। আলোকবহনের কাজে এটি ব্যবহৃত হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার কাজ করে।
Note: আফগানিস্তানের শেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালের ৮ নভেম্বর থেকে ১৯৭৩ সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন। জহির শাহের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন দাউদ খাঁ।
Note: শাহ আবদুল করিমকে বলা হয় 'বাউল সম্রাট'। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হল- ☞ গাড়ি চলে না, চলে না, চলে না রে.... ☞ আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা... ☞ সখী কুঞ্জ সাজাও গো আজ আমার প্রানও নাথ আসিতে পারে.... ☞ কেমনে ভুলিব আমি বাচি না তারে ছাড়া... ☞ বসন্ত বাতাসে সইগо বসন্ত বাতাসে আমার বাড়ির ফুলের গন্ধ তোমার বাড়ি আসে.... ☞ বন্ধে মায়া লাগাইয়াছে পিরিতি বাড়ায়ছে... ☞ সখী তোরা প্রেম করিওনা পিরিত ভালো নাহ....
Note: Condemn — নিন্দা করা; Denounce — নিন্দা করা। Laud — প্রশংসা করা। Compliment — প্রশংসা করা। Acclaim — স্বাগত জানানো। Denounce, Condemn এর synonym এবং অন্য word- গুলো antonym.
Note: থাইল্যান্ডের পূর্বনাম শ্যামদেশ। ইন্দোনেশিয়ার পূর্বনাম ডাচ ইস্ট ইন্ডিয়া। মালয়েশিয়ার পূর্বনাম মালয়। মিয়ানমারের পূর্বনাম বার্মা।
Note: ভারি পানি (ডিউটেরিয়াম অক্সাইড) : H₂O বা D₂O হলো পানির একটি গঠন, যাতে হাইড্রোজেন আইসোটোপ ডিউটেরিয়াম (H বা D, ভারি হাইড্রোজেন নামেও পরিচিত) স্বাভাবিকের চেয়ে অধিক পরিমাণে থাকে এবং সাধারণ পানির অধিকাংশ হাইড্রোজেন গঠনকারী হাইড্রোজেন-১ আইসোটোপ (¹H বা H, প্রোটিয়াম নামেও পরিচিত) তুলনামূলকভাবে কম থাকে।
Note: সাহিত্য অলঙ্কার সাহিত্যের কাব্যের অলঙ্কার হল কাব্যের বা সাহিত্যের সৌন্দর্য সৃষ্টিকারী তারই অন্তর্গত কোনো উপাদান কে বুঝায়। এটি ২ প্রকার- শব্দালঙ্কার ও অর্থালঙ্কার।
Note: Voluntary - স্বেচ্ছাসেবী, উদ্দেশ্যমূলক The term 'voluntary' refers to something that is done willingly or by choice, without being forced or compelled to do so. When something is voluntary, it means that the person or entity involved has the freedom to decide whether or not to take part in it, without any external pressure or coercion. For example, a voluntary organization is a group of individuals who come together for a common cause and work towards it without receiving any payment or compensation. Similarly, voluntary work is work that is done without payment, usually for the benefit of others or to gain experience or skills.
Note: ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া। ১৯৮৮ সালের ১৫ নভেম্বর Palestine Liberation Organization আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের এক অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়।
Note: প্রতীক— He। এটি পর্যায় সারণি ১ম পর্যায়ের শূন্য গ্রুপ-২ এ অবস্থিত। মৌলিক পদার্থের মধ্যে একমাত্র হাইড্রোজেনের চেয়ে হালকা। হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস। এর পারমাণবিক সংখ্যা ২।
Note: অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে। এর ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি একই দিক হতে একই সাথে কার্যকরী হয়। সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণের কম হলেও এ সময় উভয়ের মিলিত শক্তিতে আকর্ষণ আরও প্রবল হয়। ঐদিন চন্দ্র ও সূর্যের দিকে পূর্ণিমার দিন অপেক্ষা ও জোয়ার বেশি হয়।
Note: সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৮৩ সালে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করে। তার রচিত কালজয়ী গ্রন্থের নাম 'ডাস ক্যাপিটাল'।
Note: কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি বা (সেল মেমব্রেনে)-এ পাওয়া যায় এবং যা সব প্রাণীর রক্তে পরিবাহিত হয়। স্তন্যপায়ী প্রাণীদের সেল মেমব্রেনের এটি একটি অত্যাবশ্যক উপাদান । স্টেরলগুলােকে কঠিন বা অসম্পৃক্ত অ্যালকোহল বলা হয় । রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে উচ্চ রক্তচাপ , স্ট্রোক , হার্ট এ্যাটাক ইত্যাদি রোগের আশংকা বেড়ে যায়।
Note: Since এর পূর্বে Past Indefinite Tense এবং পরে Past Perfect Tense হয়। Unreal Past Tense বোঝাতে as if ব্যবহৃত হয়।
Note: বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। তিনি তার রাজস্ব মন্ত্রী টোডরমলের পরামর্শে ৯৬৩ হিজরিকে ৯৬৩ সাল ধরে গণনা শুরু করেন। কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
Note: কোন ঘটনার প্রেক্ষিতে অন্য একটি ঘটনা ঘটেছে বোঝাতে Result to ব্যবহৃত হয়। Incorrect : His failure resulted for lack of attention. Correct : His failure resulted to lack of attention.
Note: অদিতি শব্দের সমার্থক শব্দ - পৃথিবী, ধরা, ধরনী, ধরিত্রী, বসুন্ধরা, ভূ, মেদিনী, ক্ষিতি, মহী, বসুমতী, মর্ত্যলোক, অখিল, ভূলোক, উর্বি, মরলোক, অখিল, ক্ষিতিতল, জগৎ, জাহান, দুনিয়া, ধরাতল, পৃথ্বী, বসুধা, বসুমাতা, বিশ্ব, ভুবন, ভূতল, মর্ত ইত্যাদি। অন্য দিকে 'নীর' শব্দের সমার্থক শব্দ হল- জল, পানি, বারি, সলিল, পয়ঃ, অম্বু, উদক, জীবন, অপ, অম্ভ, তোয়, অর্ণ, ইরা, প্রাণদ, বারুন ইত্যাদি।
Note: সমাধান: প্রথম রাশি = 4x²−16 = 4(x²−4) = 4(x²−2²) = 2.2(x+2)(x–2). দ্বিতীয় রাশি = 6x²+24x+24 = 6(x²+4x+4) = 3.2(x+2)². সুতরাং, নির্ণেয় গ.সা.গু. = 2(x+2).
Note: রাজিয়া খান (১৯৩৬-২০০১) রচিত উপন্যাসগুলো হল- • বটতলার উপন্যাস, দ্রৌপদী, উপসংহার, চিত্রकাব্য, প্রতিচিত্র
Note: রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) তিনি ৫৬টি কাব্যগ্রন্থ, ১২টি উপন্যাস, ১১৯টি ছোটগল্প এবং অসংখ্য নাটক রচন করেন। ☞কবিগুরু ও বাংলা সাহিত্যের 'ছোটগল্প' এর জনক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ছিন্নপত্রাবলী' হল একটি পত্র সংকলন। এটি প্রকাশিত হয় ১৯১২ সালে। এতে মোট পত্র রয়েছে ১৫৩টি। যার অধিকাংশ বা ১৪৫টি পত্র তার ভ্রাতুষ্পুত্রী শ্রীমতী ইন্দিরাদেবীকে উদ্দেশ্য করে লিখেছেন। ☞আর বাকি ৮টি পত্র শ্রীশচন্দ্র মজুমদারকে উদ্দেশ্য করে লেখা। তার রচিত অন্যান্য পত্র সংকলন হচ্ছে পথে ও পথের প্রান্তে এবং ভানুসিংহের পত্রাবলি।
Note: মহাভারত বাংলায় 'মহাভারত' কাব্যের প্রথম অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর। তার অনূদিত মহাভারতের নাম 'পরাগলী মহাভারত'। যার পৃষ্ঠপোষক হলেন পরাগল খান। তবে পরাগল খানের উৎসাহে কবি এ কাব্য রচনা করেন বলে এর নাম হয় 'পরাগলী মহাভারত'।
Note: Equity — ন্যায়পরায়ণতা। Uprightness — অকপটতা। Justice — ন্যায়পরায়ণতা। Integrity — সাধুতা। Bias — পক্ষপাত। এখানে, Equity এর opposite word হচ্ছে Bias.
Note: কিছু পারিভাষিক শব্দ- ☞Weekly - সাপ্তাহিক (৭ দিন) ☞Fortnightly- পাক্ষিক (১৫ দিন) ☞Half Yearly- ষাণ্মাসিক (৬ মাস) ☞Quarterly- ত্রৈমাসিক (তিন মাস ব্যাপী)
Note: End in smoke — ব্যর্থতায় পর্যবসিত হওয়া (come to nothing).
Note: ইন্টারনেট বা আন্তর্জাল হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত নেটওয়ার্কিং জাল, যা পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ড্যাটা আদান-প্রদান করা হয়।
Note: মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪-২৯ জুন,১৮৭৩) আধুনিক বাংলা কবিতার জনক, বাংলা সনেটের প্রবর্তক এবং বাংলা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ 'বীরাঙ্গনা' হল একটি পত্রকাব্য। যা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এতে পত্র ১১টি পূর্ণ পত্র রয়েছে। এটি বাংলা সাহিত্যে তার অমিত্রাক্ষর ছন্দের সর্বোত্তম নিদর্শন। এ কাব্যের কবিতাগুলো কে Dramatic monologue জাতীয় কবিতা বলা হয়। এই কাব্যগ্রন্থটি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেন। তার রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হল- চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬), তিলোত্তমাসম্ভব কাব্য, ব্রজাঙ্গনা, মেঘনাদবধ কাব্য।
Note: He is quite diplomatic in dealing with people - মানুষের সাথে মেলামেশায় তিনি খুব কুশলী।
Note: আলাওল (১৬০৭-১৬৮০) আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি হলেন আলাওল। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্য কর্ম- তোহফা (নীতি কাব্য) পদ্মাবতী (অনূদিত গ্রন্থ)- হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সীর 'পদুমাবৎ' থেকে অনুবাদ করেছেন। সয়ফুলমুলক বদিউজ্জামাল, সপ্তপয়কর, সিকান্দারনামা ইত্যাদি। তিনি পদ্মাবতী কাব্যের রূপ বর্ণনায় বলেন- মধ্যযুগের বিখ্যাত কবি আলাওল তার পদ্মাবতী কাব্যে পদ্মাবতীর রূপের বর্ণনায় বলেন, 'রক্ত উৎপল লাজে জলান্তরে বৈসে, তাম্বুল (পান) রাতুল হৈল অধর পরশে' (ঠোটের পরশে পান লাল হল)
Note: পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার 'A Brief History of Time' গ্রন্থে 'বিগ ব্যাং' তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থ বিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।
Note: Unsubtle - অসুক্ষ্ম, Imprudent - বোকা, Diplomatic - কৌশলী, Impolite - অভদ্র। এখানে Quite (বেশ) থাকার কারণে Positive Sense প্রকাশ করে এমন শব্দ বসাতে হবে। Diplomatic ছাড়া বাকিগুলো Negative Sense প্রকাশ করে।
Note: Eulogy => A formal composition of speech expressing high praise of somebody.
Note: by fits and starts — অনিয়মিতভাবে। এটি একটি Idiom.
Note: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কারণ তিনি গদ্যের অবয়ব বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনিই প্রথম দাঁড়ি, কমা, প্রভৃতি বিরামচিহ্ন বা যতিচিহ্ন ব্যবহার করে বাংলা গদ্য সাহিত্যে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত গ্রন্থ হচ্ছে - বেতাল পঞ্চবিংশতি (যতিচিহ্নের সফল প্রয়োগ ঘটান), ভ্রান্তিবিলাস, শকুন্তলা, সীতার বনবাস, বাঙালার ইতিহাস। তাঁর মৌলিক রচনা হল- প্রভাবতী সম্ভাষণ (বাংলা সাহিত্যের প্রথম মৌলিক শোকগাথা গ্রন্থ), আত্নচরিত (বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক রচনা-৩৮তম বিসিএস), বোধোদয়, কথামালা, বর্ণ পরিচয় (ক্লাসিক মর্যাদা পায় ১৮৫৫ সালে। অপশনে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় 'ছোটগল্পের জনক'। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা উপন্যাসের জনক, সাহিত্য সম্রাট, বাংলার স্কট' ইত্যাদি।
Note: Accelerate : ত্বরান্বিত করা, দ্রুতগতি করা
Note: In contrast to - তুলনা করা / পার্থক্য দেখানো
Note: Repeal — বাতিল করা। Abolish — লোপ করা। Enact — আইনে পরিণত করা। Annul — বাতিল করা। Nullify — বাতিল করা। এখানে, Repeal এর opposite word হচ্ছে Enact. অন্য word গুলো হচ্ছে Synonym.
Note: তুর্কি শব্দ-কিছু গুরুত্বপূর্ণ তুর্কি শব্দ হল উজবুক, উর্দি, উর্দু, আল্লাখাল্লা, কোর্মা, কাবু, কুলি, কাঁচি, কুর্নিশ, বন্দুক, ক্রোক, বারুদ, বেগম, বিবি, বাবা, বাবুর্চি, বাইজি, খোকা, খাতুন, খা, চাকর, চাকু, চকচক, ঠাকুর, দারোগা, সওগাত, লাশ। ☆কিছু গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দ- আনারস, আলপিন, গুদাম, গির্জা, চাবি, পাউরুটি, পাদরি, পেয়ারা, বালতি ইত্যাদি। ফারসি ভাষার শব্দ- কিছু ফারসি ভাষার শব্দ হল- নামাজ, রোজা, পেরেশানি, সবুজ, জিন্দাবাদ, পেয়ালা, দরজা, জামদানি, আমদানি, রপ্তানি, আসমান ইত্যাদি।
Note: অব্যয়ীভাব সমাস - পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন- জানু পর্যন্ত লম্বিত = আজানুলম্বিত (বাহু) মরণ পর্যন্ত = আমরণ। চেনার উপায়- সামীপ্য, বিপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা, অতিক্রান্ত, বিরোধ, পশ্চাৎ, ঈষৎ, ক্ষুদ্র অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন - ইষৎ নত = আনত (৩১তম বিসিএস) শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল। অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ তাপের পশ্চাৎ = অনুতাপ বেলাকে অতিক্রান্ত = উদ্বেল ঈষৎ রক্তিম = আরক্তিম ইত্যাদি।
Note: যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের বলে আইসোবার। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান থাকে তাদের বলে আইসোটোপ। আইসোটোপ হলো একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই তবে নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন।
Note: Passive Voice এ Belong ব্যবহৃত হয়না। বাক্যটির সঠিক রূপ হবে : The land belongs an old lady.
Note: একটি হীরক খণ্ডের ভেতরের বিভিন্ন পার্শ্ব হতে আলোক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে থাকে। এজন্যই হীরকের ওপর কোন আলোক রশ্মি পড়লে হীরকে খুবই উজ্জ্বল দেখায়।
Note: (Q/P) = (1/4) ⇒ (P/Q) = (4/1) ⇒ (P+Q)/(P−Q) = (4+1)/(4−1) = (5/3) [যোজন ও বিয়োজন]
Note: মৌমাছি পালন বিদ্যা- এপিকালচার, মৎস্য চাষ বিদ্যা- পিসিকালচার, পাখি পালন বিদ্যা- এভিকালচার, রেশম চাষ বিদ্যা- সেরিকালচার, ব্যাঙ চাষ বিদ্যা- ফ্রগকালচার, চিংড়ি চাষ বিদ্যা- প্রনকালচার, মুক্তা চাষ বিদ্যা- পার্লকালচার
Note: ☞কাজী নজরুল ইসলাম রচিত 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের বিখ্যাত ২য় কবিতা 'বিদ্রোহী' প্রকাশিত হয় সাপ্তাহিক পত্রিকা 'বিজলী' তে। ১৩২৮ বঙ্গাব্দে কার্তিক মাসে ইংরেজি ১৯২১ সালে প্রকাশিত হয় কবিতাটি। ☞'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি তিনি বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন। ভারতের স্বাধীকার আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে এই গ্রন্থটি। এই কাব্যগ্রন্থে ১২টি কবিতা রয়েছে। এই কাব্যগ্রন্থের অন্যান্য কবিতা গুলো হল- প্রলয়োল্লাস (১ম), রক্তাম্বর ধারিনী মা (৩য়), আগমনী, ধুমকেতু, কামালপাশা, আনোয়ার, রণভেরি, শাত-ইল আরব, খেয়াপারের তরণী, কোরবানি, মহাররম (শেষ কবিতা)
Note: কাঁঠালপাড়া গ্রামে (৩০তম বিসিএস) জন্ম নেয়া 'সাহিত্য সম্রাট', 'বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ', বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস হচ্ছে- আনন্দমঠ, দুর্গেশনন্দিনী (১৮৬৫), কপালকুণ্ডলা, মৃণালিনী, রজনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রাধারানী, দেবী চৌধুরানী, সীতারাম, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর ইত্যাদি। সম্পাদিত পত্রিকা হল বঙ্গদর্শন (২৫তম বিসিএস)। যা ১৮৭২ সালে প্রকাশিত হয়।
Note: দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম।
Note: যখন আকাশে অনেক মেঘ করে তখন জলীয়বাষ্পগুলো এত ঠান্ডা হয়ে যায় যে বরফের আকার ধারণ করে এবং এগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ সৃষ্টি হয়। 'ধনাত্মক' ও 'ঋণাত্মক' চার্জ যুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ইলেক্ট্রনের চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।
Note: ১৭৭৮ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত ফ্রান্সের নানা উত্তাল ঘটনাধারা 'ফরাসি বিপ্লব' নামে ইতিহাস প্রসিদ্ধ হয়ে আছে। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মাধ্যমে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এই তারিখটি বিশ্বব্যাপী ফরাসি বিপ্লবের দিন হিসেবে পালিত হয়।
Note: মানবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমজোম থাকে। এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একইরকম। এদের অটোজোম বলা হয়। বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমজোম বলে।
Note: বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তি সমূহ (নক্শী কাঁথা, মাটির পাত্র, বেত, কাঁসা, মসলিন বস্ত্র, তৈজসপত্র ইত্যাদি) সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে 'শিল্পাচার্য জয়নুল আবেদিন' জাদুঘর করা হয়েছে।
Note: ☞ময়ূর শব্দের সমার্থক শব্দ- কলাপী, কেকা, শিখী, শিখণ্ডী, কেকী, বর্হী, শিখণ্ডক। ☞কোকিল-পরভৃত, পিক, অন্যপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, বসন্তদূত, মধুসখা, মধুস্বর। ☞ কবুতর শব্দের সমার্থক শব্দ কপোত, পারাবাত, পায়রা ইত্যাদি। আর শশক হচ্ছে খরগোশ শব্দের সমার্থক শব্দ।
Note: ট্রান্সফর্মার দুই প্রকার। স্টেপ ডাউন বা নিম্নধাপী স্টেপ আপ বা উচ্চধাপী উচ্চতর ভোল্ট থেকে নিম্ন ভোল্ট পাওয়া যায় এবং স্টেপ আপ বা উচ্চধাপী- নিম্ন ভোল্ট থেকে উচ্চতর ভোল্ট পাওয়া যায়
Note: রম্বসের ক্ষেত্রফল = ½(কর্ণদ্বয়ের গুণফল) = [½(4×6)] বর্গ সেন্টিমিটার = 12 বর্গ সেন্টিমিটার।
Note: Since এর প্রথম অংশ past indefinite হলে পরের অংশ past perfect tense হবে।
Note: see through — চালাকি ধরে ফেলা। put up with — সহ্য করা। pass by — উপেক্ষা করা। fall back — পশ্চাদপসারণ, পিছু হটা। দারিদ্রের মধ্যে বসবাস করলে অনেক ভোগান্তি (sufferings) সহ্য করতে (put up with) হয়।
Note: One day women will have so long been denied them — leisure, money and room to themselves. Virginia- এর একটি উক্তি। এখানে space অর্থে room ব্যবহৃত হয়েছে।
Note: UNFPA-এর জনসংখ্যা বিষয়ক রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের নবম জনসংখ্যার দেশ ছিল।
Note: অশোক সৈয়দ হল 'আবদুল মান্নান সৈয়দ' এর ছদ্মনাম। সৈয়দ শামসুল হক এর উপাধি হল সব্যসাচী।
Note: এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার, কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট, চাপের একক প্যাসকেল, ভরের একক কিলোগ্রাম। C.G.S পদ্ধতিতে বলের একক ডাইন এবং F.P.S পদ্ধতিতে ভরের একক পাউন্ড।