৩৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
Ready to Start the Exam?
Please enter your name before starting the exam.
- Make sure you have a stable internet connection.
- You cannot go back once you submit an answer.
- Only one attempt is allowed per exam.
Note: হিন্দু দেশ বা হিন্দু রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই। তবে হিন্দু সংখ্যাগরিষ্ট দেশ আছে দুটি ভারত আর নেপাল। ভারতীয় সংবিধানের preamble -এ ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। ওদিকে নেপাল হিন্দুরাষ্ট্র থাকলেও ২০০৮ সালে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে তারাও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছে। এই দুই রাষ্ট্রের সংবিধানের কোথাও 'In the name of God' অথবা 'In the name of Allah' বা বিসমিল্লা, রাম, বিষ্ণু এই জাতীয় ধর্মীয় কথাবার্তা লেখা নেই। ভারত মহাসাগরে অবস্থিত ছোট্ট দেশ Mauritius এর জনসংখ্যার ৪৮.৫% হলো হিন্দু। এছাড়া দক্ষিণ আমেরিকার সুরিনামে হিন্দুরা শতাংশের দিক থেকে অন্যদের থেকে বেশি। সে দেশে তাদের শতাংশের হার ২২.৩%। তাই সাংবিধানিক দিক থেকে হিন্দু দেশের অস্তিত্ব নেই।
Note: যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে তখন সূর্য গ্রহণ আর পৃথিবী যখন সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয়।
Note: জামাল নজরুল ইসলাম (২৪ ফেব্রুয়ারি ১৯৩৯ - ১৬ মার্চ ২০১৩) বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত 'দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভার্স' তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ। অধ্যাপক ইসলাম মৃত্যুর পূর্ব পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের গবেষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একজন সিন্ডিকেট সদস্য ছিলেন। ২০১৩ সালের ১৬ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
Note: মহীজ শব্দের অর্থ আসামি। এর ইংরেজি প্রতিশব্দ Mars। আবার এর বাংলা অর্থ মঙ্গলগ্রহ, যা গ্রহের একটি রূপ। সুতরাং মহীজের সমার্থক গ্রহ। অন্যদিকে নিঃসর্গ বা পৃথিবীর সমার্থক শব্দ মহী, মহীজ নয়।
Note: মনে করি, বড় অংশের দৈর্ঘ্য ক ফুট এবং ছোট ক এর ২/৩ = ২ক/৩ ফুট প্রশ্নমতে, ক + (২ক/৩) = ২০ বা, (৩ক + ২ক)/৩ = ২০ বা, ৫ক = ৬০ ক = ১২ ছোট অংশের দৈর্ঘ্য (২ × ১২)/৩ = ৮ ফুট
Note: ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয় থেকে। এছাড়াও সব ধরনের খাদ্য পরিপাককারী এনজাইম অগ্ন্যাশয় থেকেই নিঃসৃত হয়।
Note: খেসারী ডালে 'BOAA' নামক এক ধরনের অ্যামাইনো এসিড থাকে যা ল্যাথারাইজম রোগের জন্য দায়ী।
Note: পানি যখন বরফে পরিণত হয়, তখন এর আয়তন বাড়ে এবং বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম তাই বরফ পানিতে ভাসে।
Note: ২০১৫ সালের ১৫-১৬ নভেম্বর বাংলাদেশ উন্নয়ন ফোরামের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায়। এ সম্মেলনে বিশ্বব্যাংক, জাইকা, ইউএনডিপি ও আইএমএফসহ ৩৯টি উন্নয়ন সহযোগী সংস্থা অংশগ্রহণ করে। তবে প্রধান সমন্বয়কারী বিশ্বব্যাংক।
Note: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ ঠাকুর'। রবীন্দ্রনাথ ঠাকুর এ ছদ্মনামে 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রচনা করেন। প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'।
Note: অগ্নাশয় হতে নিঃসৃত ইনসুলিন নামক হরমোনের অভাবে ডায়াবেটিকস রোগ হয়। এতে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং মূত্রের সাথে গ্লুকোজ বের হয়ে যেতে থাকে। দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত থাকলে এই রোগে নানাবিধ জটিলতা দেখা দেয়। যেমন- স্ট্রোক, হার্ট এটাক, উচ্চ রক্তচাপ, কিডনি নষ্ট হওয়া ইত্যাদি। চিনি জাতীয় খাবার বেশী খেলে এ রোগ হয় এ কথা সত্য নয় তবে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে ডায়াবেটিকস রোগীদের চিনি জাতীয় খাবার যথাসম্ভব পরিহার করা উচিত।
Note: তিলোত্তমা কাব্য, মেঘনাদ বধ কাব্য ও বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের রচনা। বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা।
Note: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। দ্বিতীয় দফায় গানটিতে সুরারোপ করেন আলতাফ মাহমুদ। প্রথম পর্যায়ে কণ্ঠশিল্পী ছিলেন আবদুল লতিফ, বর্তমানে এটি সমবেত কণ্ঠে গাওয়া হয়। গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।
Note: ইউরোপীয় দেশসমূহের সর্ববৃহৎ অর্থনৈতিক জোটের নাম EU। EU এর অন্তর্ভুক্ত দেশগুলোর একক মুদ্রার নাম EURO। EURO চালু হয় ১ জানুয়ারী ১৯৯৯ সালে। EURO চালু আছে ১৮টি দেশে।
Note: হাড় ও দাঁত গঠনে সাহায্য করে ভিটামিন ডি যা ক্যালসিয়াম আয়ন শোষণ করে।
Note: প্রতি দম্পত্তিতে দুই জন করে, তাই তিন দম্পত্তি অর্থাৎ ৬ জন এবং দুই দম্পতির দুই জন করে সন্তান ফলে মোট দশ জন। তাহলে মোট দশ জন এবং আমিসহ একত্রে ১১ জন।
Note: ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IMF প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময়কাল ২৭ ডিসেম্বর, ১৯৪৫। সদস্য সংখ্যা ১৮৮। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১০ মে, ১৯৭২।
Note: (n-2)×180 = (5-2)*180 = 540° বা ৬ সমকোণ
Note: নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথম ৫টি ক্ষেত্রে (পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য) পুরস্কার দেয়া হয়। পরবর্তীতে ১৯৬৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয়।
Note: (5^(n+2) + 35*(5^(n-1)))/4*5^n = 25+7/4 = 8
Note: যে সব পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয়, তারা বিদ্যুৎ পরিবাহী পদার্থ। যেমনঃ (রূপা>তামা>সোনা>লোহা)।
Note: লর্ড কর্নওয়ালিস কর্তৃক ১৭৯৩ সালে 'চিরস্থায়ী বন্দোবস্ত' প্রবর্তন করেন। এ নিয়মে জমিদারগণ কর্তৃক সরকারকে এবং প্রজাগণ কর্তৃক জমিদারকে দেয়া বার্ষিক খাজনা স্থায়ীভাবে স্থিরীকৃত হয়। তাই এ প্রথাকে আবার সূর্যাস্ত আইনও বলা হয়।
Note: ১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি।
Note: ১৯৭১ সনের ১০ এপ্রিল মুজিবনগর স্বাধীন বাংলাদেশ অস্থায়ী সরকার গঠিত হয়। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল, ১৯৭১ সনে।
Note: আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান এবং বড় দেশ রাশিয়া। সবচেয়ে বড় মহাদেশ এশিয়া।
Note: ডেঙ্গু ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। সাধারণত কোন ডেঙ্গু রোগীকে কামড়ানোর ৮-১১ দিনের মধ্যে সংক্রমণে পরিণত হয়। মাংসপেশীতে মারাত্মক ব্যথা অনুভব হয়ে থাকে এ জন্য ডেঙ্গুকে ব্যাকবোন ফিভারও বলা হয়ে থাকে। এতে খুব মাথা ব্যথা হয়।
Note: জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের বাইরে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এটি গণহত্যা, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধীদের বিচার করে থাকে। এটি চালু হয় ১ জুলাই ২০১২ সালে। এর সদর দপ্তর হেগ। সদস্য ১২১টি।
Note: Tiger বা বাঘ হলো একটি প্রাণী এবং Zoology বা প্রাণিবিদ্যা হলো প্রাণী সম্পর্কিত বিদ্যা। তেমনি Mars বা মंगলগ্রহ হলো একটি গ্রহের নাম এবং Astronomy বা জ্যোতির্বিদ্যা হলো গ্রহ-নক্ষত্রবিষয়ক বিদ্যা।
Note: Nota bene (Latin) = Note please/well
Note: থাইল্যান্ড- শ্যামদেশ; ইরাক- মেসোপটেমিয়া; ইরান- পারস্য।
Note: তাহরির স্কয়ার- মিশরের কায়রোতে অবস্থিত। এটি আরব বসন্তের অন্যতম প্রাণকেন্দ্র স্বরূপ।
Note: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংরক্ষণে একটি আন্তর্জাতিক সংস্থা। প্রতিষ্ঠা- ১৯৬১। সদর দপ্তর- লন্ডন।
Note: কৃত্রিম সার প্রয়োগে জমির লবণাক্ততা সামান্য বৃদ্ধি পায়। প্রাকৃতিক সার প্রয়োগ এবং মাটিতে নাইট্রোজেন ধরে রাখার সাথে জমির লবণাক্ততার কোন সম্পর্ক নেই।
Note: বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় ৭ মার্চ, ১৯৭৩ সালে। নবম জাতীয় সংসদ নির্বাচন হয় ২৯ ডিসেম্বর ২০০৮ সালে।
Note: এই প্রশ্নটি বিতর্কিত। বাংলা সাহিত্যের যতি চিহ্নের প্রবর্তক/গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক। মাইকেল মধুসুদন দত্ত আধুনিক কবিতার জনক। এখানে সাহিত্য হিসেবে উপন্যাসকে প্রাধান্য দেয়া হয়েছে।
Note: পারিবারিক সমস্যা একান্তই পারিবারিক। হতাশা, দুঃখ, ক্ষোভ বা বন্ধুদের সাথে আলোচনা করে এর সমাধান সম্ভব নয়। তাই এই সমস্যার সমাধানের জন্য সংসারের প্রতি গভীর মনোযোগী হওয়াই বাঞ্ছনীয়।
Note: PC বলতে Personal Computer বা নিজস্ব কম্পিউটার বোঝায়।
Note: শিক্ষাবিদ ও কবি সৈয়দ আলী আহসানের বিখ্যাত অনুবাদ গ্রন্থ 'হুইটম্যানের কবিতা' ও 'ইডিপাস'। বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার (১৯৬৭), সুফী মোতাহের হোসেন স্বর্ণপদক (১৯৮৫), নাসির উদ্দিন স্বর্ণপদক (১৯৮৫) স্বাধীনতা পুরস্কারসহ (১৯৮৮) নানা পুরস্কার লাভ করেন। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর]
Note: জয়নন্দী প্রাচীনযুগের চর্যাপদের কবি। অন্য তিনজন মধ্যযুগের কবি। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]
Note: √169 = √(13)² = 13 Ans.
Note: তুমি আসবে বলে হে স্বাধীনতা- কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান (১৯২৯-২০০৬)।
Note: মধ্যমা দিয়ে একটি ত্রিভুজ সমান দুটি ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ তৈরী করে।
Note: গাড়ীর ব্যাটারীতে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়। এর সংকেত H₂SO₄। আনবিক ভর ৯৮ গ্রাম।
Note: কুলীন কুল সর্বস্ব নাটকটি রামনারায়ন তর্করত্ন লেখা। প্রকাশকাল ১৮৪৫। এটি একটি সামাজিক নাটক।
Note: তামাক একটি বিষাক্ত পদার্থ। এটি মানবজীবনে বহুবিধ ক্ষতি সাধন করে। তাই বিশ্ববাসী ৩১ মে তামাকমুক্ত দিবস হিসেবে পালন করে। বিশ্বের ১ম তামাকমুক্ত দেশ ভুটান।
Note: বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী তিনটি। যথাঃ মাতামুহুরী, নাফ, সাঙ্গু।
Note: D-৮ ভুক্ত দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুর্কি, মিশর, ইরান ও নাইজেরিয়া। এর সদর দপ্তর তুর্কির ইস্তান্বুলে।
Note: সালোকসংশ্লেষণ উদ্ভিদের পাতায়(সবুজ অংশে) সম্পন্ন হয়
Note: প্রোটিনের উৎসসমূহ হচ্ছে- মসুর ডাল, শুটকী মাছ, মাছ, গরুর মাংস, দুধ, ডিম, শীমের বীচি ইত্যাদি। [তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]
Note: আরব বসন্ত- বলতে আরবের বিভিন্ন দেশে গণজাগরণকে বুঝায়। তিউনিশিয়ায় প্রথম ২০১০ সালের ডিসেম্বরে গণজাগরণ শুরু হয়।
Note: xy=192; (x-4)(y+4)=192; xy+4x-4y-16=192; x-y=4; x=y+4; (y+4)y=192; y²+4y=192; y²+4y-192=0; y²+16y-12y-192=0; y(y+16)-12(y+16)=0; (y+16)(y-12)=0; y=12; x=16; পরিসীমা=2(16+12)=56; দৈর্ঘ্য=56/4=14; আয়তাকার কক্ষের ক্ষেত্রফল= (14)²=196
Note: কোন বক্তার First speech কে Maiden speech বলে।
Note: প্রতিটি কোষের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন নামক কণিকা বিদ্যমান।
Note: বৃষ্টি একধরনের তরল, যা আকাশ থেকে মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই ফোঁটাগুলি যথেষ্ট পরিমাণে ভারি হলে তা পৃথিবীর বুকে ঝরে পড়ে - একেই বলে বৃষ্টি। বিশ্বের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি সুপেয় জলের বড় উৎস। বিচিত্র জৈবব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে, জলবিদ্যুৎ প্রকল্পগুলি সচল রাখতে ও কৃষি সেচব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজন হয়। যদিও সকল প্রকার বৃষ্টি ভূপৃষ্ঠ অবধি পৌঁছায় না। শুকনো বাতাসের মধ্য দিয়ে পড়ার সময় কিছু বৃষ্টির বিন্দু শুকিয়ে যায়। ভারগা নামে পরিচিত এই বৈশিষ্ট্যটি শুষ্ক মরুভূমি অঞ্চলে দেখা যায়। বৃষ্টির এমইটিএআর কোড হল আরএ।
Note: UNESCO কর্তৃক ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়া হয়।
Note: ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে। ক্রিকেট খেলার মাঠের মাঝখানে ২২ গজ লম্বা ও ৮ ফুট ৮ ইঞ্চি চওড়া স্থানকে পিচ বলে।
Note: প্রকাশকাল ১৮৪৩। প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রথম সম্পাদক অক্ষয়কুমার দত্ত।
Note: Mare শব্দের অর্থ ঘোটকী এর masculine Gender বা পুংলিঙ্গ হলো stallion বা ঘোড়া। Dog এর feminine gender হচ্ছে bitch. Bear এর feminine gender হচ্ছে sow. Mermaid এর masculine gender হচ্ছে merman. [source- https://termcoord.eu/2018/02/male-and-female-animal-names]
Note: ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন উপাদান গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৪-৪৬%।
Note: আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায়, সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ 'লয়া জিরগা' (Loya Jirga)। আফগানিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম 'ন্যাশনাল অ্যাসেম্বলি' (National Assembly)। নিম্নকক্ষের নাম 'ওলেসি জিরগা' (ইংরেজিতে House of the People) এবং উচ্চকক্ষের নাম 'মেশারানো জিরগা' (ইংরেজিতে House of Elders)।
Note: দেয়াল" হুমায়ুন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ - ১৯ জুলাই, ২০১২)- এর মৃত্যু পরবর্তী প্রকাশিত উপন্যাস। প্রকাশকাল ২০১২।
Note: বৃত্তের বৃহত্তম জ্যা = বৃত্তের ব্যাস, 2r
Note: প্রাচীন যুগ --(৬৫০--১২০০), মধ্যযুগ (১২০১--১৮০০), আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।
Note: 240/x - 240/(x+1) = 1; 240x+240-240x/x(x+1)=1; x²+x-240=0; x²+16x-15x-240=0; x(x+16)-15(x+16)=0; (x+16)(x-15)=0; x=15
Note: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। বেলজিয়াম- ব্রাসেলস; ভিয়েতনাম- হ্যানয়।
Note: মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। শ্বসন প্রক্রিয়ার শর্করা, আমিষ, চর্বি, জৈব এসিড ইত্যাদি খাদ্যদ্রব্য অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।
Note: ঘ এর পুত্র চ। খ ও গ হলো ঘ এর কন্যা এবং ক হলো খ এর পুত্র। তাই ঘ, ক - এর নানী এবং নানীর পুত্র স্বভাবতই মামা।
Note: বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এটি ৮ জুন, ১৯৯৩ সনে প্রতিষ্ঠিত।
Note: 0.12/0.03 = 0.48/0.12 = 4; 0.48*4 = 1.92
Note: জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে জেনেটিক্স বলে। প্রাণী বিজ্ঞানের যে শাখায় জীবের বিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে ইভোলিউশন বলে। সোসঃ ৩৪ তম বিসিএস প্রিলি, (প্রফেসরস জব সলুশন)
Note: x²+y²=4; (x+y)²-2xy=4; (x+y)²=4+2xy; xy=0; x³+y³=(x+y)³-3xy(x+y)=8
Note: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত হন।
Note: x(x+25)=75*1000; => x²+25x=7500; => x²+25x-7500=0; => x²+100x-75x-7500=0; => x(x+100)-75(x+100)=0; => (x+100)(x-75)=0; => x=75
Note: বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল— ১২০১--১৩৫০। প্রাচীন যুগ --(৬৫০--১২০০), মধ্যযুগ (১২০১--১৮০০), আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত। কিন্তু এই যুগ বিভাগের মধ্য ১২০১--১৩৫০ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়।
Note: চিরকুমারী ফ্লোরেন্স নাইঙ্গেল ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। তিনি ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের হাতে আলো নিয়ে সারারাত দেখাশোনা করতেন। এজন্য তাকে বলা হয় 'Lady of the Lamp'। ১৯১০ সালের ১৩ আগস্ট তিনি মারা যান।
Note: বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। আবিষ্কার- ১৯০৭। স্থান- নেপালের গ্রন্থাগার। আবিষ্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী।
Note: উপরের সবগুলো ক্ষেত্রেই নোবেল পুরস্কার দেওয়া হয়।
Note: বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। আবিষ্কার- ১৯০৭। স্থান- নেপালের গ্রন্থাগার। আবিষ্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী।
Note: উপরের সবগুলো ক্ষেত্রেই নোবেল পুরস্কার দেওয়া হয়।
Note: রাখালী কাব্যটি জসীমউদ্দীন রচিত। প্রকাশকাল ১৯২৭।
Note: বহুল আলোচিত মুহুরীর চর 'ফেণী' জেলায় অবস্থিত। চরশ্রীজনি, চরশাহাবানী নোয়াখালী জেলায় অবস্থিত।
Note: পানিতে বাস করেও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক। এটি একটি স্তন্যপায়ী প্রাণী।
Note: হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্ত লাল হয়। এর কাজ অক্সিজেন পরিবহনে সাহায্য করা।
Note: A ∪ B means union of all the elements of both sets A and B. A U B = {1,2,3} U ∅ = {1, 2, 3}
Note: Botany (উদ্ভিদবিদ্যা) Plants (উদ্ভিদ) নিয়ে আলোচনা করে। তদ্রুপ, Zoology (প্রাণিবিদ্যা) animals বা প্রাণীদের নিয়ে আলোচনা করে।
Note: Badminton is the national game of Malaysia and it is a racquet sport played using racquets to hit a shuttlecock across a net.
Note: অবাস্তব বুঝালে to be verb এর জায়গায় were বসে।
Note: x(1/9-0.1)=1; x=1/0.01111=90
Note: কম্পিউটার শব্দের অর্থ গণনা করা। কম্পিউটার হলো গণনাকারী যন্ত্র। আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। একজন ব্যক্তির ব্যবহার উপযোগী কম্পিউটারকে Personal computer বলে। এটি একজন ব্যবহারকারী ব্যবহার করে।
Note: হাঙর নদী গ্রেনেড বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন রচিত একটি বাংলা ভাষার উপন্যাস। উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালের যশোরের কালীগঞ্জ গ্রামের এক মায়ের সত্য ঘটনা অবলম্বনে সেলিনা হোসেন এই উপন্যাসটি রচনা করেন।
Note: নীলদর্পণ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। প্রকাশ কাল ১৮৬০। নাটকটির বিষয়বস্তু নীলকরদের অত্যাচার।
Note: ঘরে বাইরে- উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রকাশকাল ১৯০৯। এটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত। ব্রিটিশ ভারতের রাজনীতি এর মূল উপজীব্য বিষয়। উল্লেখযোগ্য চরিত্র বিমলা, নিখিলেশ, সন্দ্বীপ।
Note: বাংলাদেশ টেলিভিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে।
Note: সৈয়দ মুজতবা আলী রচিত 'পঞ্চতন্ত্র' দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন। প্রথম পর্বে ৩৪ টি এবং দ্বিতীয় পর্বে ৩১ টি মোট ৬৫ টি রচনার সংকলন এটি। এসব প্রবন্ধ 'বসুমতী' ও 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
Note: 'কবর' ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি রচিত হয়; তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী। জানা যায়, আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীর কাছে চিঠি লিখেছিলেন জেলখানায় মঞ্চস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেয়ার জন্য।
Note: সুষম খাদ্যের উপাদান ৬ টি। যথাঃ শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি।
Note: সুনামি (Tsunami) ‘সুনামি’ জাপানি শব্দ। বাংলায় এর অর্থ ‘পোতাশ্রয় ঢেউ’। সাগর বা নদী বা অন্য কোন জলক্ষেত্রে ভূমিকম্পের, ভূমিধ্বসের কিংবা আগ্নেয়গিরির উদগীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসকেই বলা হয় সুনামি। বিভিন্ন কারণে সুনামির সৃষ্টি হতে পারে। কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নূৎপাত, ভূমিধ্বস অন্যতম। তন্মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য হলো সমুদ্রতলের ২০-৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটন এবং টেকটোনিক প্লেটের আকষ্মিক উত্থান-পতন।
Note: যে শক্তি ব্যবহারের ফলে স্বল্প সময়ের নিঃশেষ হয়ে যায় কিন্তু দীর্ঘ মেয়াদী পরিসরে প্রাকৃতিকভাবে তা প্রতিস্থাপিত হয়, তাকে নবায়নযোগ্য জ্বালানি বলে। যেমনঃ সৌরশক্তি, পরমাণু শক্তি।
Note: x(x+1)(x+2)=(x+x+1+x+2)5; (x+1)(x²+2x)=(x+1)15; (x+1)(x²+2x-15)=0; (x+1)(x+5)(x-3)=0; x=3; 3,4,5 গড়= 3+4+5/3=4
Note: অতিরিক্ত শর্করা খাদ্য প্রাণীদেহে গ্লাইকোজেন ও উদ্ভিদদেহে স্টার্চ হিসেবে জমা হয়।